সাঘাটা (গাইবান্ধা), ২৯ এপ্রিল, এবিনিউজ: গাইবান্ধার সাঘাটা উপজেলার পচাবস্তা গ্রামে ধর্ষণের চেষ্টা ঘটনার কথা প্রকাশ করায় সন্ত্রাসীরা পারভীন (৩৮) নামে বুদ্ধি প্রতিবন্ধি এক ভিখারিনীর উপর হামলা করে দুই হাত ভেঙ্গে দিয়েছে।
এ ঘটনায় এগিয়ে আসলে তার স্বামী আফাজ উদ্দিন (৫০) কে মারপিট করে আহত করাসহ বাড়ি-ঘর ভাংচুর করে সন্ত্রাসীরা। গুরুতর আহত পারভীনকে এলাকাবাসী উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় পুলিশ হামিদুল (৪২) নামে একজনকে আটক করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পচাবস্তা গ্রামের ভিক্ষুক আফাজ উদ্দিনের স্ত্রী বুদ্ধি প্রতিবন্ধী ভিখারিনী পারভীনকে প্রতিবেশী মৃত মোশারফ হোসেনের ছেলে হামিদুল সম্প্রতি রাতে কাজ করে নেওয়ার কথা বলে নিজ ঘরের মধ্যে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ভিখারিনী পারভীন বিষয়টি বাড়ীর লোকজনের মধ্যে ফাঁস করে। এতে হামিদুল ক্ষিপ্ত হয়ে গত ২৬ এপ্রিল দিবালোকে লোকজন নিয়ে পারভীনের উপর হামলা করে তার দুই হাত ভেঙ্গে দেয় এবং পারভীনের শয়ন ঘর ভাংচুর করে।
এ সময় পারভীনের স্বামী ভিক্ষুক আফাজ উদ্দিন বাধা দিতে গেলে তাকে মারপিট করে, এতে সে আহত হয়। পরে এলাকার লোকজন ভিক্ষুক আফাজ উদ্দিন ও ভিখারিনী পারভীনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সাঘাটা থানা পুলিশ গত শনিবার হামিদুলকে আটক করেছে। হামিদুলকে আটকের বিষয়টি সাঘাটা থানার এস আই সিরাজ নিশ্চিত করেছেন।
এবিএন/আসাদ খন্দকার/জসিম/তোহা