শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শেরপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের এককালিন অনুদান প্রদান

শেরপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের এককালিন অনুদান প্রদান

শেরপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের এককালিন অনুদান প্রদান

শেরপুর (বগুড়া), ২৯ এপ্রিল, এবিনিউজ: শেরপুরে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবস পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিক সদস্যদের কন্যা দান ও মৃত শ্রমিক সদস্যের পরিবারের মাঝে এককালীন অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আজ রবিবার শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির সঞ্চালনায় প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, সম্পানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের আজীবন দাতা উপদেষ্টা আলহাজ জানে আলম খোকা,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, বগুড়া জেলা সিএনজি অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ, শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সাত্তার সাদেক, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মিঠু খান, কবির হোসেন, আবু রায়হান, শাহিন সরকার, আবু হানিফ, হাফিজার রহমান, চাঁন মিয়া, দুলাল সরকার, নূরে আলম শাকিল, সেলিম প্রমুখ।

অনুষ্ঠানে ১২ জন মৃত শ্রমিক সদস্যের প্রত্যেক পরিবারের নিকট নগদ ৩০ হাজার টাকা ও ২০ জন শ্রমিক সদস্যের প্রত্যেকের মাঝে কন্যা দানের এককালীন অনুদান ৫ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৬০ হাজার টাকা অনুদান প্রদান করেন আগত অতিথি ও নের্তৃবৃন্দরা।

এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত