![লক্ষ্মীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/29/abnews-24.bbbbbbbbb_137437.jpg)
লক্ষ্মীপুর, ২৯ এপ্রিল, এবিনিউজ: লক্ষ্মীপুরে সদরের থানা এলাকায় গতকাল রাতে বিশেষ অভিযানে শাফি উদদারাজাদ (ইভান) (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই মো. সফিকুল ইসলামের অভিযানে গতকাল রাত সাড়ে দশটার দিকে ওয়ারেন্ট , মাদক বিক্রেতা, মাদক উদ্ধার অভিযানে লক্ষ্মীপুর সমসেরাবাদ এলাকার জহিরুল হক মিয়া বাড়ীর আনোয়ার হোসেনের ছেলে মোঃ শাফি উদ দারাজাদ (ইভান) (৩৪)কে বিশ পিস ইয়াবাসহ বর্তমান ঠিকানা কালু হাজী রোডের ভাড়াকৃত বাসা সৈকতের বাসা থেকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এবিএন/অ.আ আবীর আকাশ/জসিম/তোহা