শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সেনবাগে বজ্রপাতে শ্রমিক নিহত: আহত ২

সেনবাগে বজ্রপাতে শ্রমিক নিহত: আহত ২

সেনবাগ (নোয়াখালী), ২৯ এপ্রিল, এবিনিউজ: সংসারে অভাব, পরিবারের লোকজনের মুখে খাওয়ার তুলে দিতে কাজের জন্য এলাকার কয়েকজন মিলে বরিশালের ভোলা থেকে নোয়াখালী আসেন মো. শাহিন আলম (২৫) নামের এক শ্রমিক। আশা ছিল কাজ শেষে টাকা নিয়ে বাড়ী ফিরবেন। কিন্তু জীবিত অবস্থায় আর বাড়ী ফেরা হলোনা শাহিনের। ধান খেতে কর্মরত অবস্থায় বজ্রপাতে প্রাণ গেল তার। এই ঘটনায় আব্বাস উদ্দিন (২৫) ও মনির হোসেন (৫৫) নামের দুই শ্রমিক আহত হয়েছেন।

আজ রবিবার বেলা ১১টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের এই ঘটনা ঘটে। নিহত শাহীন ভোলা জেলার তমিজ উদ্দিন উপজেলার সোনাপুর গ্রামের মো. রজন মিয়ার ছেলে। আহত আব্বাস উদ্দিন ও মনির হোসেন একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩/৪ দিন আগে দিন মজুর হিসেবে আব্বাস ও মনির’সহ সেনবাগের গোপালপুরে ধান কাটতে আসে শাহিন। প্রতিদিনের ন্যায় রবিবার সকালেও তারা খেতের মধ্যে পাকা ধান কাটছিল। হঠাৎ করে বেলা ১১টার দিকে বৃষ্টি শুরু হলে ধান কাটা অবস্থায় বজ্রপাতের শিকার হন তিন শ্রমিক। এসময় ঘটনাস্থলে শাহীন নিহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উল্ল্যা বিএসসি জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় নগদ কিছু টাকা’সহ অ্যাম্বুলেন্স যোগে শাহিনের লাশ তার দেশের বাড়ী ভোলাতে পাঠানো হয়েছে।

এবিএন/ফিরোজ আলম ভূঞা রিগান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত