![চট্টগ্রামে ছিনতাইয়ের প্রতিবাদ করায় দুই যুবককে ছুরিকাঘাত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/29/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_137449.jpg)
চট্টগ্রাম, ২৯ এপ্রিল, এবিনিউজ: চট্টগ্রাম নগরীর খুলশী ওয়্যারলেস এলাকায় ছিনতাইয়ের প্রতিবাদ করায় দুই যুবককে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। ছুরিকাঘাতে আহতরা হলেন,আনোয়ার হোসন আনু (২৪) ও মোহাম্মদ রাব্বি (২৫)। আজ রবিবারসকাল ১১টায় নগরীর ওয়্যারলেস দুই নং লেইন এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে আহত আনু বলেন, ছিনতাইকারী পিচ্ছি, রিপন ও আলী শনিবার রাতে গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে আমার বড় ভাইকে মারধর করে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। রবিবার সকালে তাদের কাছে ছিনতাইয়ের বিষয় জানতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের ছুরিকাঘাত করে।
এবিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, তাদের কাছে এ বিষয়ে কোন তথ্য নেই।
এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা