বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নওগাঁয় ধর্ষণের ঘটনায় পিতা আটক, ধর্ষিতার জবানবন্দি

নওগাঁয় ধর্ষণের ঘটনায় পিতা আটক, ধর্ষিতার জবানবন্দি

নওগাঁয় ধর্ষণের ঘটনায় পিতা আটক, ধর্ষিতার জবানবন্দি

নওগাঁ, ২৯ এপ্রিল, এবিনিউজ: নওগাঁয় ১৩ বছরের কিশোরী সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা জার্জীস (৪৫) কে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করেছে পত্নীতলা থানা পুলিশ। উক্ত ঘটনায় ধর্ষিতা কিশোরীর গতকাল শনিবার বিজ্ঞ আদালতে নারী নির্যাতন আইন মামলার ২২ ধারায় জবান বন্দি প্রদান।

আটককৃত জার্জীস জেলার পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউপির গোপীনগর তেঁতুলিয়া গ্রামের আছির উদ্দীনের ছেলে। সে স্থানীয় একটি ইট ভাটায় ফোর ম্যানের কাজ করে। ধর্ষীতা কিশোরীর মায়ের দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে থানা পুলিশ তাকে আটক করে আদালতে প্রেরণ করেছে।

জানাগেছে, ধর্ষণের শিকার হওয়া কিশোরী নাজমা জার্জীসের ২য় স্ত্রীর আগের স্বামীর হলেও সে তার মায়ের সাথে জার্জীসের বাড়িতেই থাকতো। এঅবস্থায় গত ২৫ এপ্রিল বুধবার রাত আনু. ১টায় জারসীস ঐ মেয়ের ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। সৎ মেয়েকে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও গণমান্য ব্যক্তিদের নিয়ে শালিসী বৈঠক হয়। কিন্তু শালিসী বৈঠকে জার্জীস অংশগ্রহণ না করায় মেয়ের মা ছবি বেগম বাদী হয়ে শুক্রবার ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯/১ ধারায় থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৪৩। তাং- ২৭/০৪/২০১৮ ইং।

এ বিষয়ে পত্নীতলা থানা পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রেক্ষিতে পত্নীতলা থানার এস,আই আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম শুক্রবার দুপুরে জার্জীসকে কর্মস্থল থেকে আটক করে কোর্ট হাজতে প্রেরন করেছে। বিজ্ঞ আদালতে শনিবার ভিকটিম নাজমা নারী নির্যাতন আইন মামলার ২২ ধারায় জবান বন্দি শেষে নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ে প্রয়োজনীয় পরীক্ষা শেষে ভিকটিমকে তার মায়ের হেফাজতে দেয়া হয়েছে।

এবিএন/ব্রেলভীর চৌধুরী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত