![গ্রিনলাইনের সেই চালককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/29/adalot_137455.jpg)
ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ: রাজধানীর যাত্রাবাড়ীতে গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় প্রাইভেটকার চালক রাসেলের পা বিচ্ছিন্নের ঘটনায় বাসটির চালক কবির হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকা মহানগর হাকিম আবু সাইদ এ আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে চালক কবির হোসেনকে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সাহিদ হাসান হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক বাসটির চালক কবিরের রিমান্ডের আবেদন নাকচ করে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, ভিকটিম রাসেল সরকার রেন্ট-এ-কারের গাড়ি চালাতেন। গত শনিবার তিনি বিকেল ৩টায় রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় ঢাল দিয়ে ঢাকায় ফিরছিলেন।
এ সময় গ্রিন লাইন পরিবহনের একটি বাস তার গাড়িকে ধাক্কা দেয়। পরে গাড়ি থামিয়ে বাসের সামনে গিয়ে বাসচালককে নামতে বলেন রাসেল। তখন বাসের চালক ও রাসেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে গ্রিন লাইন পরিবহনের চালক বাস চালানো শুরু করেন।
তখন রাসেল সরতে গেলে ফ্লাইওভারের রেলিংয়ে আটকে পড়েন। তার পায়ের ওপর দিয়েই বাস চলে যায়। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর পথচারীরা রাসেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে বাসচালক কবির মিয়াকে আটক করে পুলিশ। এ ঘটনায় গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাসেল সরকারের বড় ভাই মো. আরিফ সরকার মামলা দায়ের করেন। সে মামলায় চালক কবির মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এবিএন/মমিন/জসিম