![সাকিবদের বিপক্ষে লড়াই করে হারলো রাজস্থান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/29/hydrabad_137456.jpg)
ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ: সাকিব আল হাসানের হায়দ্রাবাদের বিপক্ষে লড়াই করে শেষ পর্যন্ত ১১ রানে হেরেছে রাজস্থান রয়্যালস। আজ শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৫১ রান তোলে। দলের হয়ে এলেক্স হেলস ৪৫ ও কেন উইলিয়ামসন ৬৩ রান তোলেন। সাকিব আল হাসান করেন ৬ বলে ৬ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪০ রান তোলেন। একাই লড়াই করেন আজিঙ্কা রাহানে। তিনি করেন ৬৫ রান। এছাড়া সঞ্জু স্যামসন করেন ৪০ রান। এছাড়া বেন স্টোকস শূণ্য রান করেন। আর জস বাটলার করেন ১০ রান। সাকিব আল হাসান ৪ ওভারে ৩০ দিলেও কোন উইকেট পাননি।
এবিএন/মমিন/জসিম