কয়রা (খুলনা), ২৯ এপ্রিল, এবিনিউজ : খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশীর পানি উন্নয়ন বোর্ডের ১৩-১৪/২ পোল্ডারের কাটকাটা গাব্বুনি বেড়িবাঁধের প্রায় দেড়শ ফুট জায়গা হঠাৎ নদী ভাঙনে বিলীন হয়ে গেছে।
আজ বিকেল ৫টার সময় শাকবাড়ীয়া নদী গর্ভে বেড়িবাঁধটি বিলীন হয়ে যায়। ফলে উপজেলা সদর থেকে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সাথে যোগাযোগের একমাত্র রাস্তাটি বিলীন হওয়ায় স্থানীয় জনসাধারণের মাঝে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে।
ভাঙন কবলিত বাঁধের দুপাশে মাটি না থাকায় বাঁধটি মেরামত করা দুরূহ ব্যপার হয়ে দাঁড়িয়েছে।
তাৎক্ষনিক খবর পেয়ে উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, পাউবোর নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিককে বিষয়টি ফোনে অবহিত করেছেন।
এবিএন/শাহীন/জসিম/এনকে