বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

অভয়নগরে কষ্টি পাথরের মূর্তি চুরির অভিযোগ

অভয়নগরে কষ্টি পাথরের মূর্তি চুরির অভিযোগ

অভয়নগর (যশোর), ২৯ এপ্রিল, এবিনিউজ : অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের কার্তিক চন্দ্র বিশ্বাস’র(৬৫)কষ্টি পাথরের একটি গোবিন্দ মূর্তি খোয়া গেছে।

মূর্তিটি তিনি বাড়ি নির্মাণের সময় তার আপন ভাই গৌর বিশ্বাস(৬০) ও নিতাই বিশ্বাস’র(৫৫) কাছে আমানাত রেখেছিলেন।

আজ রবিবার সংবাদিকদের কাছে কার্তিক চন্দ্র এক লিখিত অভিযোগে জানান, তিনি শংকরপাশা খেয়া ঘাটের মাঝি থাকা কালিন ৩০ বছর আগে স্থানীয় কিছু মুসলমান যুবক মাটি খনন করার সময় মূর্তিটি কুড়িয়ে এনে তাকে দান করেছিল।

সেই থেকে তিনি পরম ভক্তিতে মূর্তির সামনে গবিন্দ দেবতার পূজা করতেন। তিনি জানান, মূর্তিটি কালো পাথরের ছিল। এবং এটি দুধের বাটিতে রাখলে দুধ চোষণ করে নিতো। গত তিন বছর আগে তার বাড়ি নির্মাণের সময় ওই মূর্তিটি আপন ভাই গৌর বিশ্বাস ও নিতাই বিশ্বাসের কাছে রেখেছিলেন।

এক বছর পর বাড়ি নির্মাণের কাজ শেষ হলে ওই মূর্তিটি কার্তিক চন্দ্র বিশ্বাস ফেরত চাইলে তার ভাইয়েরা নানা তালবাহানা শুরু করে। সেই থেকে তিনি এলাকায় অনেক শালিস বৈঠক করেছেন। কিন্তু তারা মূর্তিটি ফেরৎ দেয়নি।

বিষয়টি প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। এ ব্যপারে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য হাসিবুল ইসলাম হাবু জানান, কার্তিক বিশ্বাসের মূর্তি হারানোর বিষটি আমি শুনেছি, এ ব্যাপরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মূর্তি ফেরত চাইলে কার্তিক বিশ্বাসের জামাই চন্ডি দাসকে গৌর ও নিতাই হত্যার হুমকি দিচ্ছে।

হুমকির ঘটনায় চন্ডি দাস থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এবিএন/সেলিম হোসেন/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত