বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • অভয়নগরে স্বাস্থ্য কমপ্লেক্সে পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপন

অভয়নগরে স্বাস্থ্য কমপ্লেক্সে পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপন

অভয়নগরে স্বাস্থ্য কমপ্লেক্সে পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপন

অভয়নগর (যশোর),২৯ এপ্রিল, এবিনিউজ : অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও সাধারণ জনগণের জন্য পানি বিশুদ্ধকরণে ৩টি ইউভি ফিল্টার মেশিন স্থাপন করেছে রোটারী ক্লাব অব অভয়নগর।

পানির ফিল্টার ৩টি হাসপাতালের গুরুত্বপুর্নস্থানে বসানো হয়।

গতকাল শনিবার দুপুরে ফিতা কেটে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর জেলা গভর্নর রোটা. এফ এইচ আরিফ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সচিব রোটা. শাহিদ সিদ্দিকী, জোনাল চেয়ার রোটা. ফজলে রাব্বি মোপাশা, অ্যাসিসটেন্ট গভর্নর রোটা. বাবুল কুড়ি, রোটরী ক্লাব অব অভয়নগরের সভাপতি রোটা. সৌমিত্র সাহা সহ ক্লাব সদস্যবৃন্দ।

এবিএন/সেলিম হোসেন/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত