![অভয়নগর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের কমিটি গঠন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/29/school-abnews_241_137462.jpg)
অভয়নগর (যশোর), ২৯ এপ্রিল, এবিনিউজ : অভয়নগর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের ৯ সদস্য বিশষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আজ রবিবার সকালে নওয়াপাড়া বাজারস্থ বর্ণমালা ই স্কুলে কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভার আয়োজন করে এসোসিয়েশনের আহবায়ক কমিটি।
সাধারণ সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুব হোসেন। সভা শেষে আহবায়ক কমিটি বিলুপ্ত করে গঠন করা হয় ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি।
কমিটির সভাপতি হিসেবে কম্পিউটার লিটল্ জুয়েল্স স্কুলের অধ্যক্ষ প্রকাশ বৈদ্য সৈকত, সহ-সভাপতি পিএস কম্পিউটার ই-স্কুলের চেয়ারম্যান মো. সেলিম হোসেন, সাধারণ সম্পাদক বর্ণমালা ই স্কুলের অধ্যক্ষ শামীম আখতার শিমুল, যুগ্ম সম্পাদক মল্লিক সোলায়মান কিন্টারগার্টেনের সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক হোপ মডেল একাডেমির সভাপতি শেখ কামরুজ্জামান, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক এন জামান ক্রিয়েটিভ স্কুলের অধ্যক্ষ নূরুজ্জামান সরদার, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক কম্পিউটার আইডিয়াল স্কুলের চেয়ারম্যান মাসুদুর রহমান, শিক্ষা-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পায়রাহাট কিন্টারগার্টেনের অধ্যক্ষ মাসুদ তরফদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহান ক্যাডেট কিন্টারগার্টেনের অধ্যক্ষ বিকাশ চন্দ্র রায়।
নবগঠিত কমিটি আগামী ৩ বছরের জন্য এসোসিয়েশন পরিচালনা করবে বলে প্রধান উপদেষ্টা জানান।
এবিএন/সেলিম হোসেন/জসিম/এনকে