শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ক্রিস লিনের ব্যাটে ভর করে জয় পেল কলকাতা

ক্রিস লিনের ব্যাটে ভর করে জয় পেল কলকাতা

ঢাকা, ৩০ এপ্রিল, এবিনিউজ : আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে ক্রিস লিনের ব্যাটের উপর ভর করে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে এই অস্ট্রেলিয়ানকে এদিন এদিন মাথা ঠাণ্ডা রেখে দলকে জয়ের পথ পার করে দিলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) এই তারকা।

এদিন নিজেদের ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন এই ওপেনার। শুরুতে নামে সুনীল নারাইনের সঙ্গে। আক্রমনাত্মক ভঙ্গিতে খেলতে থাকা ক্যারিবীয় অলরাউন্ডার ২৭ রান করে ফিরে যান। ওয়ান ডাইনে নামা রবিন উথাপ্পা ফেরেন ২১ বলে ৩৬ রানের করে। অন্যদিকে লিন স্ট্রাইক দিয়ে যাচ্ছিলেন অন্য ব্যাটসম্যানদের।

এরপরে নীতীশ রানা ও পরে দীনেশ কার্তিকও ঝড়ো ইনিংস খেলেন। স্ট্রাইক দিয়ে অন্যপ্রান্ত থেকে সাপোর্ট দিচ্ছিলেন লিন। নির্ধারিত ২০ ওভারে ৫২ বলে ৬২ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ২৯ বছর বয়সী এই তারকা। এদিন স্ট্রাইক রেট ছিল মাত্র ১১৯.২৩। যা লিনের স্বাভাবিক স্ট্রাইক রেটের চেয়ে অনেক কম।

এদিনের ইনিংসে বিধ্বংসী মেজাজের চেয়েও দায়িত্ববোধ ছিল বেশি। আর সেই সংযমী ইনিংসই কেকেআরকে ম্যাচ জেতালেন। লিন একদিক ধরে না রাখলে ম্যাচ জেতা সহজ হতো না।

এদিন মাত্র ১টি ছক্কা ও ৭টি চারে সাজানো ছিল লিনের ইনিংস। পরিশ্রমী অথচ সময়ের প্রেক্ষিতে কার্যকরী ইনিংস খেলে তিনি দলকে জয় এনে দিলেন। একইসঙ্গে ম্যাচের সেরাও হলেন তিনি।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত