বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ওয়েস্ট হ্যামের বিপক্ষে সহজ জয় পেল ম্যানসিটি

ওয়েস্ট হ্যামের বিপক্ষে সহজ জয় পেল ম্যানসিটি

ঢাকা, ৩০ এপ্রিল, এবিনিউজ : ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করা ম্যানচেস্টার সিটি।

গতকাল রবিবার লন্ডন স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া ম্যাচটি ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল।

প্রতিপক্ষের মাঠে প্রতিপক্ষের ভুলে ম্যাচের শুরুটা দারুণ হয় সিটির। ২৭ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় তারা।

ম্যাচের ১৩তম মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে লেরয় সানের শট ফরাসি ডিফেন্ডার পাত্রিস এভার মাথায় লেগে দিক পাল্টে জালে জড়ায়। আর ২৭তম মিনিটে কেভিন ডি ব্রুইনের ক্রস আর্জেন্টাইন ডিফেন্ডার পাবলো সাবালেতার গায়ে লেগে ভেতরে ঢোকে।

সাবালাতার আত্মঘাতী গোলটি চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির শততম গোল।

ম্যাচের ৪২তম মিনিটে বাঁকানো ফ্রি-কিকে ব্যবধান কমান ইংলিশ ডিফেন্ডার অ্যারন ক্রেসওয়েল। তবে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে নয় মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলে সিটি।

এরপর ম্যাচের ৫৩তম মিনিটে স্টার্লিংয়ের পাস ধরে ছয় গজ দূর থেকে ব্যবধান বাড়ান গাব্রিয়েল জেসুস। আর ৬৪তম মিনিটে নিচু শটে দলের চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফের্নান্দিনিয়ো। এ গোলেও অবদান রাখেন ইংলিশ মিডফিল্ডার স্টার্লিং।

লিগে ম্যানচেস্টার সিটির এটি ৩০তম জয়। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৯৩।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত