![কাভানির শেষ দিকের গোলে ড্র করেছে পিএসজি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/cavani_abnews_137476.jpg)
ঢাকা, ৩০ এপ্রিল, এবিনিউজ : লিগ ওয়ানের ম্যাচে শেষ দিকে এদিনসন কাভানির জোড়া গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে উনাই এমেরির পিএসজি।
গতকাল রবিবার রাতে গ্যাঁগোঁর সঙ্গে ২-২ ড্র করে অনেক আগেই লিগ শিরোপা ঘরে তোলা পিএসজি।
শুরু থেকে অগোছালো ফুটবল খেলা পিএসজি প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ে। কর্নারের পর ডি-বক্সের বাইরে বল পেয়ে যান গ্যাঁগোঁর লুদোভিচ ব্লাস। ফরাসি এই উঠতি ফরোয়ার্ডের বাঁ-পায়ের জোরালো শট ক্রসবারের ভেতরের কানায় লেগে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে কাভানির ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে যায়। ৬৮তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড জিমি ব্রাইন্দ ব্যবধান দ্বিগুণ করেন।
ম্যাচের ৭৫তম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান কমান উরুগুয়ের ফরোয়ার্ড কাভানি। ডি-বক্সের মধ্যে জিমি পিএসজির লো সেলসোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
সাত মিনিট পর সমতার স্বস্তি ফেরে পিএসজি সমর্থকদের মুখে। তমাস মুনিয়ের ক্রসে হেড করে বল জালে জড়িয়ে দেন কাভানি।
চলতি লিগে ৩৫ ম্যাচে ২৯ জয় ও চার ড্রয়ে দলটির পয়েন্ট ৯১। বাকি তিন ম্যাচে ৬ পয়েন্ট পেলেই নতুন রেকর্ড গড়বে তারা।
এবিএন/মাইকেল/জসিম/এমসি