![রনির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/manobbondhon_137482.jpg)
হাটহাজারী(চট্টগ্রাম) , ৩০ এপ্রিল, এবিনিউজ: মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছাত্রনেতা নুরুল আজিম রনির বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে হাটহাজারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাটহাজারী-রাঙ্গামাটি মহাসড়কের পাশে সচেতন ছাত্র সমাজের উদ্দোগে এ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ইফতেখার উদ্দিন গালিবের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের উপ-সম্পাদক মিরাজ সিকদারে সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম বাবুল। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান রাসেল,নগর ছাত্রলীগের উপ-সম্পাদক এম.এ রিদয়,হাসনাত নেওয়াজ সানিম,খোরশেদ আলম,তারেক হোসেন,সহ সভাপতি ইমরানুল হক মুন্না,হেলাল উদ্দিন,ইকবাল বাহার রানা,সৈয়দ ফরহাদ,মো.শাহেদ,মুঈন উদ্দিন সম্রাট,মাসুদ বাপ্পী,রাকিবুল ইসলাম,অংকন বিলাস,জয় আহমেদ, সালা উদ্দিন,আইমান,আরাফাত,নাঈম উদ্দিন,রায়হান চৌধুরী,বিএম নুরউদ্দিন,ফরহাদ মেহেদী, জিসান, আবির, অভি রয়, মো.হাসান, জাহেদ, নিপুন চৌং, সানিম, রিফাত, আইমান, মোর্শেদ, মো.জসিম, জোবাইর হোসেন বিজয়, সানজিদুল সাকিব, সারাফাত, রহিম বাদশা, অভি সাজিদ, মামুন, সাইফুল, বেলাল, পাবেল আহমেদ, সেকান্দার, জিসান, বিন হোসেন,তারেক,আলভি,সাকলাইন মোস্তাক, মো.আরফাত,ইব্রাহিম,আকিব সানি সহ আরো অনেকে ।
সমাবেশে বক্তরা বলেন, প্রতিহিংসার কারনে দলের একজন নিবেদিতপ্রাণ জনপ্রিয় ছাত্রনেতা ষড়যন্ত্রের শিকার হতে পারেন না। তারা ছাত্র নেতা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগ বিচার বিভাগ, সিআইডি ও পিবিআই দিয়ে তদন্তের দাবি জানান। সমাবেশ ও মানববন্ধনে উপজেলা,কলেজ,পৌরসভা ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ অর্জন ‘৭১, স্বাধীনতা ‘৭১,পৌর ৬নং ওয়ার্ড ও হাটহাজারী কলেজ ছাত্র ফোরামের নেতৃবৃন্ধরা অংশ নেন।
উল্লেখ্য,সম্প্রতি সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ করতে গিয়ে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর করেন রনি। নগরীর জিইসি মোড়ে ইউনিএইড কোচিং সেন্টারের পরিচালক রাশেদ মিয়াকে আর্থিক লেনদেনের অজুহাতে মারধর করেন তিনি। এ দুটি ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার বিরুদ্ধে চকবাজার থানায় চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খান বাদি হয়ে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করে। এ সময় রনিও শিক্ষার্থীদের সাথে প্রতারণার অভিযোগে জাহেদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করেন চকবাজার থানায়। অন্যদিকে রনির বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির অভিযোগ এনে ইউনিএইড কোচিং সেন্টারের পরিচালক রাশেদ মিয়া বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। এ ঘটনার পর নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নেন নুরুল আজিম রনি।
এবিএন/মোঃ আলাউদ্দীন/জসিম/নির্ঝর