![সুনামগঞ্জে লেগুনার ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/sunamgonj_abnews24 copy_137486.jpg)
সুনামগঞ্জ, ৩০ এপ্রিল, এবিনিউজ: সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরস্থ বিজিবি ক্যাম্পের পাশে লেগুনা গাড়ির ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রুহুল আমীন হৃদয় (২৭)। সে শহরের মরাটিলা এলাকার মোঃ শাহ জামালের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ১১টায় একটি যাত্রীবাহি লেগুনা গাড়ি সুনামগঞ্জ থেকে মদনপুর যাওয়ার পথে ও অপরদিক থেকে আসা মোটর সাইকেলটি মল্লিকপুরস্থ বিজিবি’র ক্যাম্পের পাশে যাওয়া মাত্রই মোটর সাইকেল আরোহী স্লিপ করলে লেগুনার ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘনটাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তবে লেগুনার চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রচন্ড বৃষ্টির কারণে মোটর সাইকেল আরোহী স্লিপ করে রাস্তায় পড়ে গেলে লেগুনা গাড়ির ধাক্কায় তিনি মারা যান।
এবিএন/ অরুন চক্রবর্তী/জসিম/নির্ঝর