শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দক্ষিণ সুনামগঞ্জের জামখলা হাওরে বজ্রপাতে ১ কৃষক নিহত

দক্ষিণ সুনামগঞ্জের জামখলা হাওরে বজ্রপাতে ১ কৃষক নিহত

দক্ষিণ সুনামগঞ্জের জামখলা হাওরে বজ্রপাতে ১ কৃষক নিহত

সুনামগঞ্জ, ৩০ এপ্রিল, এবিনিউজ: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের জামখলা হাওরের সোনাডুবি বিলের পাশে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। তার নাম মোঃ ইয়াহিয়া(৪২)। তিনি কানাইঘাট উপজেলার বড়চতুল ইউয়িনের রায়পুর গ্রামের মোঃ ইলিয়াছ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় আজ সোমবার সকাল ১১টায় ঐ কৃষক হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। তিনি গত কয়েকদিন পূর্বে তার দলবল নিয়ে ধান কাটার জন্য দক্ষিণ সুনামগঞ্জে আসেন। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই মোঃ জাকির হোসেন ঘটনাস্থলে লাশটি উদ্ধার করে নিয়ে আসেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটির জন্য তার স্বজনদের খবর দেয়া হয়েছে।

এবিএন/ অরুন চক্রবর্তী/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত