![শ্রীমঙ্গলে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/yaba-soho-atok_137488.jpg)
শ্রীমঙ্গল , ৩০ এপ্রিল, এবিনিউজ: শ্রীমঙ্গলে ৬৫ পিস ইয়াবাসহ এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অাজ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক ফজলে রাব্বি ও সহকারি উপ-পুলিশ পরিদর্শক মনিরুল ইসলামসহ পুলিশ উপজেলার ভৈরবগঞ্জ বাজার এলাকার মিরতিংগা চা বাগানের রাস্তা থেকে ৬৫ পিস ইয়াবাসহ ইয়াবা বিক্রেতা অাবুল কালাম ( ৩৫) কে গ্রেফতার করে। কালাম মৌলভীবাজারেরর জগন্নাথপুর এলাকার মৃত তৈয়ব মিয়ার ছেলে।
এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/নির্ঝর