![তালার খলিশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আহম্মেদ আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/tala-bnp-atok_137490.jpg)
তালা, ৩০ এপ্রিল, এবিনিউজ: সাতক্ষীরার তালা উপজেলা খলিশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহম্মেদ (৬৫) কে খলিশখালী পুলিশ ক্যাম্প আটক করেছে। সে খলিশখালী গ্রামের মৃত মোজাম্মেল শেখের ছেলে।
আজ সোমবার সকাল ৯টায় খলিশখালী হরিতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পাটকেলঘাটা খলিশখালী ক্যাম্পের এএসআই নাসির উদ্দীন শেখ নুর আহম্মেদ’র আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএন/জসিম/নির্ঝর