![রাজধানীতে ইসলামী ব্যাংকের নতুন শাখার উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/bank_abnews_137493.jpg)
ঢাকা, ৩০ এপ্রিল, এবিনিউজ : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর যাত্রাবাড়ী শাখার টনি টাওয়ার শপিং কমপ্লেক্সে আজ সোমবার স্থানান্তর করা হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে এ শাখা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া।
ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান ড. এম কামাল উদ্দিন (জসিম)-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট ও যাত্রাবাড়ী শাখাপ্রধান আ. কাদের সরদার, স্থানীয় ওয়ার্ড কমিশনার নাজমা খোকন, সমাজসেবক আব্দুর রব হাওলাদার ও ব্যবসায়ী শাহ মোহাম্মদ ওয়ালীওল্লাহ। স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভাষণে মো. মাহবুব-উল-আলম বলেন, ইসলামী ব্যাংক দেশে আর্থিক অন্তর্ভুক্তি, প্রয়োজনমুখী বিনিয়োগ ও পল্লী উন্নয়ন কর্মসুচির মাধ্যমে দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করতে কাজ করছে। ইসলামী ব্যাংক দেশের একমাত্র ব্যাংক হিসেবে বিশ্বসেরা এক হাজার ব্যাংকের তালিকায় বিগত পাঁচ বছর যাবৎ অবস্থান ধরে রেখেছে যা ক্রমাগত উন্নীত হচ্ছে। ব্যাংকের সার্বজনীন সেবা গ্রহণের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এবিএন/মাইকেল/জসিম/এমসি