![আফগানিস্তানে বোমা হামলায় আট সাংবাদিকসহ নিহত ২৯](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/killed_abnews_137496.jpg)
ঢাকা, ৩০ এপ্রিল, এবিনিউজ : আজ সোমবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতি বোমা হামলায় একজন সাংবাদিকসহ কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। এতে আরও আটজন আহত হয়েছেন। খবর সিএনএন।
কাবুল অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান মোহাম্মদ আসিম জানিয়েছেন, প্রথম বিস্ফোরণে তিনজন নিহত হন। আহত হন আরও ছয়জন। প্রথম বিস্ফোরণের পর আরও একটি বিস্ফোরণ ঘটে।
পুলিশ কর্মকর্তা জান আঘা বলেছেন, দ্বিতীয় বিস্ফোরণে সাংবাদিক নিহত হয়েছেন। এসময় আরও দুইজন পুলিশ কর্মকর্তা আহত হন।
কাবুল পুলিশের প্রধান দাউদ আমিন বলেছেন, যে এলাকা লক্ষ্য করে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে সেখানে বিদেশি বিভিন্ন অফিস অবস্থিত।
ওয়াজির আকবর খান হাসপাতালের পরিচালক মোহাম্মদ মুসা জহির জানিয়েছেন, ওই বিস্ফোরণে আহত বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই দুটি বিস্ফোরণের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
এদিকে গতকাল রবিবার দেশটির নানগরহার প্রদেশের সরখরদ জেলায় মর্টার বিস্ফোরণে দুই শিশুসহ তিনজন নিহত হয়। আহত হয় আরও আটজন।
এবিএন/মাইকেল/জসিম/এমসি