শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শপথ গ্রহণ করলেন সুনামগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র

শপথ গ্রহণ করলেন সুনামগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র

শপথ গ্রহণ করলেন সুনামগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র

সুনামগঞ্জ, ৩০ এপ্রিল, এবিনিউজ: সুনামগঞ্জ পৌর মেয়র পদে শপথ গ্রহণ করেছেন প্রয়াত মেয়র আয়ুব বখত জগলুলের ছোটভাই নাদের বখত। আজ সোমবার সকাল ১১ টা ৫৮ মিনিটে সিলেট বিভাগীয় কমিশনার নাজমান আরা খানম তাকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। তার কার্যালয় মিলনায়নে আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট স্থানীয় সরকার বিভাগের পরিচালক মতিউর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পৌর কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, চঞ্চল কুমার লোহ,আবাবিল নুর, শামছুজ্জামান স্বপন, গোলাম সাবেরিন সাবু, জেলা শ্রমিকলীগের আহবায়ক সেলিম আহমদ,

জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক ও সুনামগঞ্জ২৪ ডটকমের স¤পাদক মন্ডলীর সভাপতি প্রদীপ পাল নিতাইসহ সুধি সমাজের নেতৃবৃন্দ। এর আগে সকাল সাড়ে ৭ টায় সুনামগঞ্জের আরপিন নগর এলাকায় মা নুরজাহান বখত ও ভাই জগলুলের কবর জিয়ারত করেন নাদের। পরে সিলেটে শপথ গ্রহণের আগে হযরত শাহজালাল রহ: মাজার জিয়ারত করেন তিনি।

উল্লেখ্য, গত ২৯ মার্চ সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন নাদের বখত। ১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আয়ুব বখত জগলুলের আকস্মিক মৃত্যুর পর এ পদে উপনির্বাচনের তফশিল ঘোষণা করেছিলো নির্বাচন কমিশন।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত