শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গোবিন্দগঞ্জে কামদিয়া হাট ও সড়ক প্রভাবশালীদের দখলে:দুর্ভোগে জনগণ

গোবিন্দগঞ্জে কামদিয়া হাট ও সড়ক প্রভাবশালীদের দখলে:দুর্ভোগে জনগণ

গোবিন্দগঞ্জে কামদিয়া হাট ও সড়ক প্রভাবশালীদের দখলে:দুর্ভোগে জনগণ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ৩০ এপ্রিল, এবিনিউজ: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম এলাকার ঐতিহ্যবাহী কামদিয়া হাট-বাজারটি প্রভাবশালীদের দখলে। সামান্য বৃষ্টিতেই হাটু পানি, হাটুরেদের চলা চলে বিঘ্ন। উপজেলার কামদিয়া হাট-বাজারটি পার্শ্ববর্তী কালাই , শিবগঞ্জ, জয়পুরহাট, ঘোড়াঘাট, হিলি ও গোবিন্দগঞ্জের মধ্যবর্তী হওয়ায় হাটটির গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সপ্তাহে দু,দিন হাট ও অপর পাঁচদিন বাজার বসে।

উল্লেখিত এলাকার মধ্যে হাটটি গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারনায় ভরপুর থাকলেও সর্ব সাধারনের চলা চলের সুযোগ সুবিধা নেই বললেই চলে, এছাড়াও নেই কোন পয় নিস্কাশনের ব্যবস্থা। সরকার প্রতিবছর হাট থেকে রাজস্ব আদায় করলেও হাট-বাজারটির অবস্থা অত্যান্ত নাজুক।

এলাকার প্রভাবশালীরা রাজনৈতিক ছত্রছায়ায় হাটটির সরকারী জায়গা অবৈধ দখল করে পাকা ও আধা পাকা ঘর নির্মান করে ভাড়া ও নিজেরা ব্যবসা করে রাতা রাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছে। অপর দিকে যত্রতত্র ঘর নির্মান করার ফলে হাটুরেদের চলা ফেরা এক রকম বন্ধের উপক্রম। একটু বৃষ্টি হলেই হাটের মধ্যে হাটু পানি জমায় হাটুরেদের চরম দূর্ভোগ পোহাতে হয়।

অপর দিকে কামদিয়া হাট-বাজারস্থ প্রায় ২ কি:মি: রাস্তার দু,পার্শ্বেও প্রভাবশালীরা সরকারী জায়গা অবৈধ দখলে ঘর নির্মান করে ব্যবসা ও ভাড়া দেওয়ার কারনে রাস্তা সংকুচিত হয়ে যানবাহন ও হাটুরেদের চলা চলে বিঘœ সৃষ্টি হচ্ছে ও প্রতিনিয়ত দূর্ঘটনার কবলে পরতে হচ্ছে। এ ছাড়াও যানজটের কারনে অনেক সময় অপচয় হচ্ছে।

এলাকাবাসী অভিযোগ করে জানান, এলাকার প্রভাবশালী সুলতান চৌধুরী, শাহীন চৌধুরী, শাহাজাদা চৌধুরী, ডিপটি চৌধুরী, মোহন চৌধুরী, বাবু চৌধুরী, মিলন চৌধুরী ও আজাদ চৌধুরী সহ অনেকেই রাজনৈতিক ছত্রছায়ায় জেলা পরিষদের , হাটের ও রাস্তার দু,পার্শ্বে অবৈধ দখল করে ভোগ করে আসছে।

অবিলম্বে এসব সরকারী জায়গা অবৈধ দখলদারদের নিকট থেকে জনস্বার্থে মুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত