![গোবিন্দগঞ্জে মৎস্য ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/abnews-24.bbbbbb_137505.jpg)
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ৩০ এপ্রিল, এবিনিউজ: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিবালোকে এক মৎস্য ব্যবসায়ীকে মারপিট করে দেড় লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল দুপুর ২টায় গোবিন্দগঞ্জ উপজেলার পলুপাড়া গ্রামের মৃত্যু আব্দুর রহমানের পুত্র মৎস্য ব্যবসায়ী আমিনুল ইসলাম মন্ডল বোগদহ (পলুপাড়া ) জামে মসজিদের পুকুর ১ লক্ষ ৬৫ হাজার টাকায় লীজ নেয়।
লীজের ডিড অনুযায়ী শুক্রবার জুম্মার নামাজ শেষে আমিনুল ইসলাম লীজের সমূদয় টাকা জমা দেয়ার জন্য বাড়ী থেকে মসজিদে সামনে যাওয়া মাত্রই পূব পরিকল্পিত ভাবে শফিকুল ইসলাম মন্ডল,ছামেদ মন্ডল ও জামিরুল মন্ডল হঠাৎ তার পথ রোধ করে এলোপাথারী মারপিট করে তার কাছে থাকা উক্ত ১ লক্ষ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এব্যাপারে আমিনুল ইসলাম বাদী হয়ে উল্লেখিত তিন জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি ছিনতায়ের অভিযোগ দায়ের করেছেন।
এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/তোহা