শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নওগাঁয় প্রণোদনা হিসাবে বীজ, সার ও আর্থিক সহায়তা প্রদান

নওগাঁয় প্রণোদনা হিসাবে বীজ, সার ও আর্থিক সহায়তা প্রদান

নওগাঁয় প্রণোদনা হিসাবে বীজ, সার ও আর্থিক সহায়তা প্রদান

নওগাঁ, ৩০ এপ্রিল, এবিনিউজ: ২০১৭-১৮ অর্থ বছরে খরিফ-১/২০১৮-১৯ মৌশুমে উপসি আউস, নেরিকা আউস চাষের লক্ষে প্রনোদনার আওতায় নওগাঁর পত্নীতলায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে আজ সোমবার উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও আর্থিক সহায়তা অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইাহাক হোসেন, সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা সহ উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যান, সূধীজন, কৃষক প্রমূখ।

উপজেলার ১১৭০ জন কৃষকের মাঝে উপকরন বিতরণ করা হয়। এর মধ্যে ১১শ জন কৃষকের মাঝে উপসি আউস জাতের ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও সেচ সহায়তা বাবদ ৫শ টাকা এবং ৭০ জন কৃষকের মাঝে নেরিকা আউস জাতের ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, সেচ সহায়তা বাবদ ৫শ টাকা ও আগাছা দমন বাবদ ৫শ টাকা প্রদান করা হয়।

এবিএন/ব্রেলভীর চৌধুরী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত