গফরগাঁও (ময়মনসিংহ), ৩০ এপ্রিল, এবিনিউজ: ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি ব্যবস্থাপনায় উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করা হয়েছে ।
আজ সোমবার দুপুরে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কর্মশালা উদ্ধোধন করা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তার ডা. শামীম রহমানের , সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি কমিশনার(ভূমি) আশরাফুল সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, প্রশিক্ষক রুনা আক্তার, নূরুন্নাহার বেগম প্রমুখ। তিন মাস ব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪০জন মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়া হবে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান বলেন, গফরগাঁয়ে নারীর কর্মসংস্থান বৃদ্ধি ও নারীদের কর্মমুখী করে ঘরে তোলার লক্ষ্যকে সামনে রেখে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। সরকারের এই মহতি উদ্যোগকে সফল করতে এবং বেকার নারীদের কর্মমুখী করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি ।
এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/তোহা