বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ আটক ১

গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ আটক ১

গোদাগাড়ী (রাজশাহী), ৩০ এপ্রিল, এবিনিউজ: রাজশাহী গোদাগাড়ীতে অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের ৭শ’ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

গতকাল রবিবার রাতে র‌্যাব-৫ এর একটি দল গোদাগাড়ীর পৌর সদর ফাজিলপুর এলাকার মাদক ব্যবসায়ী বুলবুল আহম্মেদ (৩৩)। রাজশাহীর র‌্যাব-৫ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীর ফাজিলপুর এলাকায় বুলবুলের বাড়ীতে অভিযান চালানো হয়।

এসময় তার বাড়ী তল্লাশী চালিয়ে ৭শ’ গ্রাম হেরোইন,হিরোইন বিক্রয়ের নোট বুক,মোবাইল উদ্ধার হয়। পরে তাকে আটক করে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলতাফ হোসেন বলেন, বুলবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।

এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত