![সিরাজগঞ্জে ২ রোহিঙ্গা যুবতীকে বালুখালী ক্যাম্পে হস্তান্তর](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/abnews-24.bbbbbbbbbbbbb_137516.jpg)
সিরাজগঞ্জ, ৩০ এপ্রিল, এবিনিউজ: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি থেকে উদ্ধার হওয়ায় দুই রেহিঙ্গা নারীকে উখিয়া বালুখালী এস-১৭ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার পুলিশ উল্লেখিত ক্যাম্পে তাদেরকে হস্তান্তর করা হয়।
এ ঘটনার পর থেকে নজরুল দালাল ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার ভাঙ্গাবাড়ি গ্রামের মোক্তেল হোসেনের ছেলে নজরুল দালাল এলাকায় আদম ব্যবসার সঙ্গে জড়িত। সে কম খরচে বিদেশ পাঠানোর রঙিন স্বপ্ন দেখিয়ে বিভিন্ন অঞ্চল থেকে বেকার যুবক যুবতীদের অবৈধ পথে বিদেশ পাঠায়। এ অবৈধ পথে লোক পাঠিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
মিয়ানমার থেকে সে বিশেষ কৌশল ও রঙ্গিন স্বপ্ন দেখিয়ে অসহায় রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করার পর থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী এলাকার অনেক রোহিঙ্গাদের বিদেশ পাচার করেছে বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার সন্ধার দিকে নজরুলের বাড়ি থেকে রোহিঙ্গা তরুণী রোকেয়া খাতুন (২০) ও রহিমা খাতুন (১৯) উদ্ধার করা হয় এবং সম্পর্কে তারা ননদ-ভাবি। তাদের স্বামী মালয়েশিয়া শ্রমিকের কাজ করছেন। কম খরচে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে দালাল নজরুল প্রায় ২ সপ্তাহ আগে থেকে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে তাদের নিজ বাড়িতে নিয়ে আসে বুধবার রাতে।
শুক্রবার বিকেলে ওই বাড়িতে মানুষের আনাগোনা দেখে এলাকাবাসীর সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আদালতের নির্দেশে রোববার বিকেলে এসআই রিপন কুমারের নেতৃত্বে একদল পুলিশ ওই ২ রোহিঙ্গা নারীকে নিয়ে সোমবার বিকেলে উল্লেখিত ক্যাম্পে হস্তান্তর করেন।
এ ব্যাপারে মানব পাচার আইনে নজরুল দালাল ও তার সহযোগীদের বিরুদ্ধে স্থানীয় চৌকিদার কার্তিক চন্দ্র সরকার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা