![সিরাজগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/jhor_abnews_137518.jpg)
সিরাজগঞ্জ, ৩০ এপ্রিল, এবিনিউজ : সিরাজগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ৫ শতাধিক কাঁচা ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ গাছপালা বিধস্থ হয়েছে। উর্তি বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ খুটি ভেঙে তার ছিড়ে পড়ায় জেলার প্রায় ২ শতাধিক গ্রাম বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গত শনিবার রাতে উত্তর পশ্চিম কোণ থেকে উঠে আসা কাল বৈশাখী ঝড় সিরাজগঞ্জের উপর দিয়ে বয়ে যায়। এতে জেলার ৯টি উপজেলার বিভিন্নস্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝড়োহাওয়া ও প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং আজ সোমবার সকালে প্রবল বর্ষণ ও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে উঠতি বোরো ধানের ব্যপক ক্ষয়ক্ষতিসহ অনেক স্থানে বিদ্যুতের খুটি ও গাছপালা ভেঙে পড়েছে।
অপরদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার সরকার মোহাম্মাদ রায়হান বলেন, কাল বৈশাখী ঝড়ে চরাঞ্চলের বিভিন্নস্থানে কাঁচা ঘর-বাড়ি ও বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/এমসি