রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

বালিয়াডাঙ্গীতে পুকুরে পরে এক শিশুর মৃত্যু

বালিয়াডাঙ্গীতে পুকুরে পরে এক শিশুর মৃত্যু

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাও ), ৩০ এপ্রিল এবিনিউজ: আজ সোমবার বিকালে ঠাকুরগাওয়ের জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোরের নয়াবাড়ী গ্রামের পয়জার আলীর ছেলে সোহাগ (৭) পুকুরে পরে মারা গেছে। শিশুটিকে পুকুরে একঘন্টা ধরে খোঁজার পর স্থানীয় লোকজন উদ্ধার করে।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছলে ফায়ার সার্ভিসের গাড়ীতে বালিয়াডাঙ্গী উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার লিমন শিশুটিকে মৃত ঘোষনা করে। আজ সোমবার বিকাল ৩ টার সময় পুকুরে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।

স্থানীয় আবুল কালাম আজাদ জানান, ওই পুকুরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের জন্যই এ ঘটনা ঘটেছে। অতিরিক্ত গভীরতার কারণে শিশুটিকে খুঁজতে অনেক সময় লেগেছে। তার জন্য শিশুটিকে বাচাঁনো সম্ভব হয়নি।

৬নং ভানোর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাব সরকার পুকুরে পরে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, কিছুদিন পূর্বে দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা পুকুরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে অতিরিক্ত গভীরতার কারণে এক শিশুর মৃত্যু হয়।

এবিএন/মো: রমজান আলী/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত