কাউখালী (পিরোজপুর), ৩০ এপ্রিল, এবিনিউজ: পিরোজপুরের কাউখালীতে আজ সোমবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসন যৌথ অভিযান চালিয়ে কোটি টাকার রেনুপোনা জব্দ করা করেছে।
জানা যায় সকালে কুয়াকাটা থেকে মংলার উদ্দেশ্যে যাবার জন্য একটি কাভার্ট ভ্যানে করা আসা রেনু পোনার ব্যারেল বেকুটিয়া ফেরি পারাপারের সময় ফেরিঘাটে কাউখালী থানার ওসি কামরুজ্জামান এর নেতৃত্বে পুলিশ প্রশাসন চ্যালেন্স করলে পাচার কারীরা কাভার্ট ভ্যান ফেলে পালিয়ে যায়।
এসময় ভ্যানে থাকা অর্ধশত বড় ব্যারেলে গলদা ও বাগদা চিংড়ি ৫০ লাখ রেনুপোনা উদ্ধার করে উপজেলার লঞ্চঘাট এলাকায় সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফনি ভূষণ, থানা ভারপ্রাক্ত কর্মকর্তা কামরুজ্জামান উপস্থিত ছিলেন। এ নিয়ে গত দুই সপ্তাহে পর পর চার পাঁচবার প্রায় ৫কোটি টাকার রেনু পোনা পাচারকারীর হাত থেকে উদ্ধার করা হয়।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা