শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সোনাগাজীতে সাংসদের গাড়ি ও প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা

সোনাগাজীতে সাংসদের গাড়ি ও প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা

সোনাগাজীতে সাংসদের গাড়ি ও প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা

সোনাগাজী(ফেনী) , ৩০ এপ্রিল, এবিনিউজ: ফেনী-৩ আসনের সাংসদ রহিম উল্যাহর গাড়ীতে ভাংচুর ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রবিবার রাতে সাংসদের পক্ষে লিখিত অভিযোগ করেন তার ব্যাক্তিগত সহকারী জামশেদ আলম রুবেল।সোমবার বিকালে অভিযোগটি এফআইআর হিসেবে রেকর্ড করা হয়েছে জানিয়েছে মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন। যার নং-৩৩ তাং-৩০/০৪/১৮ ইং।

ওসি জানিয়েছেন অভিযোগে অজ্ঞাত ২৪ জন কে অভযিুক্ত করা হলেও কারও নাম উল্লেখ করা হয়নি। তবে ইতিপূর্বে যারা একাধীকবার সাংসদের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা করেছে তাদের মধ্যে ৮ জনের নাম সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেছে।

জানা গেছে নাম উল্লেখ করা সন্দেহভাজন অভিযুক্তরা ইতিপূর্বে সাংসদের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জছিটভুক্ত আসামী। তারা হলেন আমিরাবাদ ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক আইয়ুব নবী ফরহাদ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খন্দকার, হোনা মিয়া, আবু ফয়েজ, শহিদুল ইসলাম, মোহাম্মদ আরু মিয়া, ফয়েজ আহাম্মদ, ন্যাড়া রুবেল, জাফর আলম।

গত শুক্রবার রাতে উপজেলার আমিরাবাদ ইউপির মুহুরি প্রজেক্ট সংলগ্ন এলাকায় সাংসদ রহিম উল্যাহর মালিকানাধীন বালু মহালের দুইটি স্কেভেটওে অগ্নিসংযোগ ও সাংসদের ব্যাক্তিগত গাড়ী ভাংচুর করে দুর্বৃত্তরা। এরপর শনিবার দুপুরে সাংসদ রহিম উল্যাহ পৌরসভার জিরো পয়েন্টের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর অনুসারীদের দায়ী করে।

এবিএন/ আবুল হোসেন রিপন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত