![কাউখালীতে ভাঙা ঘরে মানবেতর জীবন যাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_137525.jpg)
কাউখালী (পিরোজপুর), ৩০ এপ্রিল, এবিনিউজ: পিরোজপুরের কাউখালী গন্ধর্ব আবাসনের ১০০টি পরিবারের ব্যারাক হাউজের ছাউটিন নষ্ট হয়ে যাওয়ায় ভাঙা ঘরে খোলা আকাশের নীচে থাকার মতো মানবেতর জীবন যাপন করছে। জানা যায়, উপজেলার ২ নং আমরাজুড় ইিউনিয়নের অসহায়, দুঃস্থ ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাই হিসাবে ২০০৫ সনে সরকারীভাবে ১০০টি ব্যারাক হাউজ নির্মাণ করে ১০০টি পরিবারকে বসবাসের জন্য হস্তান্তর করে।
সেই থেকেই আবাসন প্রকল্পে বসবাস করে আসছে। ২০০৭ সনের প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিড ও আইলার ঘর বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ব্যারাকের টিনের চালা বিভিন্ন স্থানে বড় বড় ছিদ্র হয়ে যায়। রোদ বৃষ্টিতে দারুন কষ্টে তারা মানবেতর জীবন যাপন করে আসছে। ক্ষতিগ্রস্থ ঘরগুলো নিজেদের ব্যক্তিগত উদ্যোগে মেরামত ও সংস্কার করে বসবাসের নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন আর কোন ক্রমেই ওই ঘরগুলোতে বসবাস করা যাচ্ছে না বলে আবাসনের অধিবাসীরা জানান।
বর্তমানে আবাসনের ১০০টি পরিবারের ৫-৬ শত জন নিয়ে ব্যারাক হাউজ গুলোর কোন রকম পরিথিন কিংবা খড় কুটো দিয়ে ছেয়ে জীবন যাপন করছে। বৃষ্টি ও রোদে তাদের ঘরের আসবাবপত্র সহ সবকিছু নষ্ট হয়ে গেছে। রাতে বৃষ্টি আসলে সারারাত জেগে থাকে পলিথি মুড়ো দিয়ে। আবাসনে বসবাসকারী ইলিয়াস হোসে, মাহিনুর বেগম সহ অনেকেই জানান ঝড়, বৃষ্টি রোদে তারা কোন রকম পলিথিন দিয়ে মাথা গোঁজার চেষ্টা চালাচ্ছে।
ব্যারাক গুলো বসবাসের অযোগ্য হয়ে যাওয়া বিষয়টি মন্ত্রী, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, চেয়ারম্যান সহ বিভিন্ন সরকারী বেসরকারীভাবে সাহায্য সহযোগিতার জন্য আবেদন করেও কোন সুফল পাচ্ছেনা বলে অভিযোগ করেন। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর জানান তার কাছে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আবাসনবাসী অবহিত করেনি। এলাকা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা