শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দাশিয়ার ছড়ায় শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের দাবীতে মানববন্ধন
বিলুপ্ত ছিটমহল

দাশিয়ার ছড়ায় শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের দাবীতে মানববন্ধন

দাশিয়ার ছড়ায় শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের দাবীতে মানববন্ধন

ফুলবাড়ী (কুড়িগ্রাম), ৩০ এপ্রিল, এবিনিউজ: ”বাঁচার মত বাঁচতে চাই, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান চাই” এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অধুনালুপ্ত ছিটমহল দাশিয়ার ছড়ায় শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে কালিহাট বাজার সংলগ্ন দিপক সেনগুপ্ত সড়কে প্রায় দেড় শতাধিক শিক্ষিত যুবক ও যুবতীরা এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ছিটমহলের চেয়ারম্যান নজরুল ইসলাম, ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক সহ সভাপতি নুর আলম হক, নারী নেত্রী তানিয়া, মুক্তি বেগম, প্রধান শিক্ষক আব্দুল হাই, ঢাকা কলেজ থেকে এম পাস করা বেকার যুবক রুবেল ইসলাম, জাকির হোসেন, মাইদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন দীর্ঘ ৬৮ বছর বন্দি জীবন থেকে মুক্তি পেলেও বেকারত্ব থেকে আমরা বেকারত্ব থেকে আজও মুক্তি পাইনি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট শিক্ষিকত বেকারদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের আবেদন জানান।

এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত