শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গোপালপুরে এক গোডাউন থেকে ৯০ বস্তা সরকারি চাল আটক

গোপালপুরে এক গোডাউন থেকে ৯০ বস্তা সরকারি চাল আটক

গোপালপুরে এক গোডাউন থেকে ৯০ বস্তা সরকারি চাল আটক

ভূঞাপুর (টাঙ্গাইল), ৩০ এপ্রিল, এবিনিউজ: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেনের গোডাউন থেকে আজ সোমবার বিকালে ৯০ বস্তা সরকারি চাল আটক করেছে পুলিশ।

এসব চাল ১০ টাকা কেজিতে বিক্রি করার কথা ছিলো। কিন্তু তিনি তা না করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্যত্র বিক্রির উদ্দ্যেশে গোডাউনে মজুদ করে রেখেছিলেন।

গোপালপুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে ৯০ বস্তা চাল আটক করেছে পুলিশ। জানা যায়, উপজেলার নগদা শিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেন ওই ইউনিয়নের চালের ডিলার। সরকারিভাবে ১০ টাকা কেজিতে চাল বিক্রি করার কথা তার। কিন্তু তিনি তা না করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্যত্র বিক্রির উদ্দ্যেশে গোডাউনে মজুদ করে রাখেন এসব চাল।

সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খাদ্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম পুলিশ সহকারে আবুল হোসেনের গোডাউন অভিযান চালায়। এসময় গোডাউন থেকে ৯০বস্তা চাল উদ্ধার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, এবার যে ১০ টাকা কেজি চাল বিতরণ করা হয়েছে এটাই আমরা জানিনা। আরো কতো চাল কতোভাবে কোথায় গেছে এটাই কে জানে। উপজেলা প্রশাসনের সঠিক তদারকির অভাবেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। ধরা না পড়লেতো এটাও জানতাম না।

এ বিষয়ে খাদ্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিত্তে ডিলার আবুল হোসেনের গোডাউন থেকে ৯০ বস্তা চাল আটক করে উপজেলায় নিয়ে আসা হয়েছে।

গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা শারমিন চাল উদ্ধারের সত্যতা স্বীকার করছেন। তবে আবুল হোসেনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে তা জানা যায়নি।

এবিএন/কামাল হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত