বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দুপচাঁচিয়ায় ব্যাংক এশিয়া ইউডিসি বেজড এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

দুপচাঁচিয়ায় ব্যাংক এশিয়া ইউডিসি বেজড এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

দুপচাঁচিয়া (বগুড়া), ৩০ এপ্রিল, এবিনিউজ: দুপচাঁচিয়ায় ব্যাংক এশিয়া ইউডিসি বেজড এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ রোডস্থ এ ব্যাংকিং শাখার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ পারভেজ।

পরে শাখা কার্যালয়ে ব্যাংকের বগুড়া ব্রাঞ্চের ম্যানেজার বন্দে আলী মিয়ার সভাপতিত্বে ও ব্যাংকের ইবেক এ্যান্ড সোস্যাল পেমেন্ট ডিপার্টমেন্টের বগুড়ার গ্রুপ লিডার জাহিদুল ইসলাম জাহিদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছাড়াও আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ময়মনসিংহ ও ঢাকা জোনাল হেড আব্দুল মাজেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলতাফনগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবু কালাম আজাদ, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, ব্যবসায়ী ফাইজুল ইসলাম, সোহেল মাহমুদ সূজা, ব্যাংকের দুপচাঁচিয়া শাখা এজেন্ট মনিরুল ইসলাম, সিএসও আনোয়ার হোসেন প্রমুখ।

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত