বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ইউজিসিতে পিয়ার রিভিউ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইউজিসিতে পিয়ার রিভিউ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ৩০ এপ্রিল, এবিনিউজ : পিয়ার রিভিউ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কোয়ালিটি এসিউরেন্স ইউনিট, ইউজিসি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রফেসর আবদুল মান্নান, চেয়ারম্যান, ইউজিসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য, ইউজিসি ও ড. মোখলেছুর রহমান, সিনিয়র অপারেশনস অফিসার, বিশ্ব ব্যাংক, ঢাকা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, প্রধান, কোয়ালিটি এসিউরেন্স ইউনিট, ইউজিসি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। সোহেল আহমেদ, উপ-প্রকল্প পরিচালক, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন যে, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে উচ্চশিক্ষায় গুণগতমান নিশ্চিত করতে হবে। সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টের পিয়ার রিভিউ শিক্ষার গুণগতমান নিশ্চিতের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকল্পে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহে আইকিউএসি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রফেসর ইউসুফ আলী মোল্লা শিক্ষার গুণগতমান উন্নয়নে পিআর রিভিউয়ারদের সততা ও নৈতিকতার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।

দেশের ২০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক এবং অতিরিক্ত পরিচালকগণ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত