শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

রাণীনগর (নওগাঁ), ৩০ এপ্রিল, এবিনিউজ: নওগাঁর রাণীনগরে তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধন করেছে দৃবৃত্তরা। এ ঘটনায় আজ সোমবার রাণীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, রবিবার রাতে উপজেলার একডালা ইউনিয়নের টুং গ্রামের আজিজুর রহমানের ছেলে রুহুল আমিন, মৃত জাছের আলীর ছেলে মোজাম্মেল হক এবং গ্রামের মসজিদের চাষকৃত পুকুরে পূর্ব শত্রুতার জ্বের ধরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে।

এতে পুকুরে থাকা রুই, কাতলা, সিলভার, ব্রিগেট, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। এঘটনায় রুহুল আমিন বাদী হয়ে যৌথভাবে সোমবার রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

রাণীনগর থানার ডিউটি অফিসার এএসআই হাফিজুর রহমান জানান, পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রযোজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/এ বাশার (চঞ্চল)/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত