![শেরপুরে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল সাদ্দামের](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_137544.jpg)
শেরপুর (বগুড়া), ৩০ এপ্রিল, এবিনিউজ: ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের গাড়িদহ বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের চাপায় সাদ্দাম হোসেন নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
প্রত্যদর্শীরা জানান, উপজেলার গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ গ্রামের শাহিন মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩২) গাড়িদহ বাজার এলাকায় একটি চায়ের দোকানে কাজ করে। প্রতিদিনের ন্যায় আজ সোমবার সকালে ওই দোকানে কাজ করতে আসে। সকাল সাড়ে ৯টার দিকে গাড়ীদহ বাজারের অদূরে সাদ্দাম মহাসড়কের পুর্বপার্শ্ব থেকে পশ্চিমপার্শে পার হচ্ছিল।
এসময় বগুড়াগামী একটি বাস তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এরপর তাকে দমকলকর্মীরা উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা আব্দুল মজিদ আকন্দ জানান, হাসপাতালে নেবার পুর্বেই তার মৃত্যু হয়েছে।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা