রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • চিতলমারীতে পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের মাঝে নির্বাচনী প্রচার

চিতলমারীতে পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের মাঝে নির্বাচনী প্রচার

চিতলমারীতে পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের মাঝে নির্বাচনী প্রচার

বাগেরহাট, ৩০ এপ্রিল, এবিনিউজ: বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের কতিপয় শিক্ষক শ্রেনী কক্ষে পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের মাঝে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তারা স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবকদের প্রভাবিত করার জন্য কোমলমতি শিক্ষার্থীদের কঠিন মানসিক চাপ সৃষ্টি করছেন।

এমন অভিযোগ তুলে আজ সোমবার বিকেলে ওই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ গ্রহণকারী ৩ জন প্রার্থী প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ পত্রে জানা গেছে, আগামী ৫ মে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ও তোলপাড়ের সৃষ্টি হয়েছে। চলছে লবিং-গ্রুপিং। আর এর থেকে বাদ পড়েনি স্কুলের শিক্ষককেরা।

ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রার্থী কমল মজুমদার, লতিকা রায় ও পলাশ কান্তি মন্ডল জানান, বিদ্যালয়ের কতিপয় শিক্ষক শ্রেণী কক্ষে পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের মাঝে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তারা অভিভাবকদের প্রভাবিত করার জন্য কোমলমতি শিক্ষার্থীদের কঠিন মানসিক চাপ সৃষ্টি করছেন।

এ ব্যাপারে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্ষিতিষ চন্দ্র রায় জানান, প্রতিদিন বিকাল ৪ টা পর্যন্ত ক্লাস হয়। ক্লাসে কোন শিক্ষকই কারো পক্ষে নির্বাচনী প্রচারণা চালায় না।

তবে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফিজুর রহমান জানান, অভিযোগ পেয়ে তিনি গোপন ভাবে তদন্ত চালাচ্ছেন। সত্যতা পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

এবিএন/এস.এস সাগর/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত