বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আশাশুনিতে জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা

আশাশুনিতে জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা

আশাশুনিতে জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা

আশাশুনি (সাতক্ষীরা), ৩০ এপ্রিল, এবিনিউজ : আশাশুনিতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০.৩০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন আশাশুনির সহযোগিতায় জেলা তথ্য অফিস সাতক্ষীরার আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক।

“মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা” বিষয়ের উপর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। “যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, স্যানিটেশন, পরিবেশ ও জন্ম নিবন্ধন” বিষয়ে আলোচনা রাখেন ইউএনও মাফ্ফারা তাসনীন।

“অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্চা, নিরাপদ মাতৃত্ব” বিষয়ের উপর আলোচনা রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী।

অনুষ্ঠানে অংশ নেন ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন ইঞ্জি. আ ব ম মোছাদ্দেক, প্রভাষক ম মোনায়েম হোসেন, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম-পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত