শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চট্টগ্রামের পুলিশ কমিশনারের বদলি

চট্টগ্রামের পুলিশ কমিশনারের বদলি

চট্টগ্রাম, ৩০ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রামের পুলিশ কমিশনার পদে রদবদল হয়েছে। গত ২৬ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস রাষ্ট্রপতির আদেশক্রমে এ বদলী আদেশের প্রজ্ঞাপন জারি করেন।

মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. ইকবাল বাহারকে বদলি করা হয়েছে। ইকবাল বাহার বর্তমানে ডিআইজি পদমর্যাদার হলেও তাকে পদায়ন করা হয়েছে অতিরিক্ত আইজিপি পদে চলতি দায়িত্বে। অন্যদিকে ইকবাল বাহারের স্থলাভিষিক্ত হিসেবে সিএমপির নতুন কমিশনার কে হচ্ছেন সে বিষয়ে এখনো কোনো আদেশ হয়নি বলে সিএমপি সূত্রে জানা যায়।

চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মাসুদ উল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

রাজশাহী রেঞ্জের ডিআইজি পদ থেকে বদলি হয়ে ২০১৬ সালের ১০ এপ্রিল সিএমপির কর্মস্থলে যোগ দেন ইকবাল বাহার। সিএমপি’র বিদায়ী পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডলের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। ১৯৮৯ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন ইকবাল বাহার।

এর আগে পুলিশ সদর দপ্তরের ডিআইজি প্রশাসন, টেলিকম ও রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। করেন। এছাড়াও ঢাকা ও যশোর জেলার পুলিশ সুপার হিসেবেও ইকবাল বাহার দায়িত্ব পালন করেছেন।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত