![প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/pm_136640_136821_137560.jpg)
ঢাকা, ৩০ এপ্রিল, এবিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সদ্যসমাপ্ত সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় সরকারি সফর নিয়ে বুধবার বিকেল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বাসসকে একথা জানান।
প্রধানমন্ত্রী ১৫ থেকে ২২ এপ্রিল সৌদি আরব ও যুক্তরাজ্য এবং ২৬ থেকে ২৯ এপ্রিল অস্ট্রেলিয়া সফর করেন। বাসস।
এবিএন/মমিন/জসিম