![রাউজানে এ্যাম্বুলেন্সের উপর গাছ পড়ে আহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/ambulance_abnews_137561.jpg)
চট্টগ্রাম, ৩০ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী এলাকায় কাল বৈশাখী ঝড়ের কবলে পড়েছে রোগী বহনকারী এ্যাম্বুলেন্স।
এসময় গাড়ির উপর ভেঙে পড়েছে বড় একটি গাছ। এতে অ্যম্বুলেন্স চালকসহ দু’জন গুরতর আহত হয়।
আহতরা হলেন- মো. সোহেল ও অ্যাম্বুলেন্স চালক মো. আলী।
আজ সোমবার বেলা ২টা ৩০ মিনিটে কাল বৈশাখীর বাতাসের তান্ডবে মেডিকেলের রোগীবাহী অ্যম্বুলেন্সের উপর গাচটি ভেঙে পড়েছে বলে স্থানীয়রা নিশ্চিত করেন। এ ঘটনায় গুরুতর আহত দু’জন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
স্থানীয়রা জানায়, চট্টগ্রামের রাউজানে কাল বৈশাখীর প্রচন্ড ঝড় তুফানে বাড়িঘর গাছপালা সহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে পড়েছে রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুল্যান্স। বিষপান করা রোগীকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে পাহাড়তলী এলাকায় গাড়ির উপর বড় গাছটি ভেঙে পড়ে। এ ঘটনায় এ্যাম্বুলেন্স চালকসহ দ’ুজন আহত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বলেন, গুরুতর আহত দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, রাঙ্গুনিয়ার সৈয়দ মো. মমতাজের ছেলে মো. সোহেল (২১) মাথায় গুরুতর আঘাত পায় এবং এ্যাম্বুল্যান্সের চালক একই এলাকার সৈয়দ বাড়ির আবুল কাসেমের ছেলে মো. আলী (৪৭) আহত হয়ে চমেকের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
এদিকে কাল বৈশাখী ঝড়ে গাছ পালা ভেঙে পড়ে রাউজানের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকে। বিদ্যুৎ সংযোগও বন্ধ হয়ে যায়। পরে রাউজান থানা পুলিশ ও স্থানীয় লোকজন গাছ কেটে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। কাল বৈশাখির পরপর রাউজানের ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে রাউজানের সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।
এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/এমসি