বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

৩০তম জন্মদিনে মার্সিডিজ উপহার পেলেন রাসেল

৩০তম জন্মদিনে মার্সিডিজ উপহার পেলেন রাসেল

ঢাকা, ৩০ এপ্রিল, এবিনিউজ : আইপিএলের চলতি মৌসুমটা দুর্দান্ত কাটাচ্ছেন ক্যারিবীয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। মাঠের ভেতরে তার পারফরম্যান্সের আনন্দটা আরো বেড়ে গিয়েছে মাঠের বাইরে পাওয়া এক উপহারে।

রবিবার ছিল ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের ৩০তম জন্মদিন। জন্মদিনের উপহার হিসেবে সুদৃশ্য একটি সাদা মার্সিডিজ গাড়ি উপহার পেয়েছেন মারকুটে এই অলরাউন্ডার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে গাড়ির ছবি আপলোড করে রাসেল লিখেন, ‘সময় মতোই পেয়ে গেলাম জন্মদিনের উপহার।’ তবে কে বা কারা তাকে এই সুদৃশ্য গাড়িটি উপহার দিয়েছেন সেই ব্যাপারে কিছু খোলাসা করেননি কলকাতা নাইট রাইডার্সে খেলা এই ক্রিকেটার।

চলতি মৌসুমে এখনো পর্যন্ত ৮ ম্যাচ খেলে ২০২ স্ট্রাইকরেটে ২০৭ রান করেছেন রাসেল। এছাড়াও বল হাতে ১৯ ওভার হাত ঘুরিয়েই ৫ টি উইকেট শিকার করেছেন তিনি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত