![ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা : নিহত ৪](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/01/mymensingh_abnews24_137594.jpg)
ভালুকা(ময়মনসিংহ), ০১ মে, এবিনিউজ : ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে একটি বাস ধাক্কা দেওয়ায় ৪ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিডস্টোর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাস চালকের সহকারী রুবেল হোসেন (২৪), ময়মনসিংহ সদর উপজেলার ফারুক আহম্মেদ (২৮) ও ঈশ্বরগঞ্জ উপজেলার তোফায়েল আহম্মেদ (২৭)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রকিবুল হাসান বলেন, ‘সিডস্টোর বাজারসংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী নিহত হয়।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিএন/সাদিক/জসিম