বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ঢাকা, ০১ মে, এবিনিউজ : রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধু নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ৪নং ব্রিজের উত্তর দিকে দুর্ঘটনা ঘটে।

নিহতরা বন্ধু হলেন হেদায়েতউল্লা (২৫) ও হাবিবুল্লা (২৪)।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, হাবিবুল্লা একটি চাকরির ইন্টারভিউ দিতে সোমবার ঢাকায় এসে ৭ রাস্তা এলাকায় হেদায়েতের বাসায় ওঠেন। ভোরে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে তারা দুর্ঘটনায় পড়েন। মোটরসাইকেলের গতি ছিল খুব বেশি। নিয়ন্ত্রণ রাখতে না পারায় তাদের মোটরসাইকেল রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে একপাশে ছিটকে পড়ে। আর দুই বন্ধু ছিটকে রাস্তার পাশের একটি গাছের ওপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে পুলিশ খবর পেয়ে দুজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত