বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পাকিস্তানে বন্দুক হামলায় নিহত ৬

পাকিস্তানে বন্দুক হামলায় নিহত ৬

ঢাকা, ০১ এপ্রিল, এবিনিউজ : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা নগরীতে রবিবার ৫টি দোকনে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের হামলায় অন্তত ৪ জন নিহত ও অপর ২ জন আহত হয়েছে।

হাসপাতাল সূত্রে এ কথা বলা হয়েছে।

সিবিল হাসপাতাল কোয়েটার মুখপাত্র ওয়াসিম বেগ বলেন, হাসপাতালে চারজনের লাশ ও আহত অবস্থায় দুজনকে আনা হয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী কোয়েটার জান মুহাম্মদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

হামলাকালীরা হামলা চালিয়ে পালিয়ে যায়। দোকানগুলো সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের মালিকানাধীন। এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত