
ঢাকা, ০১ এপ্রিল, এবিনিউজ : আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার গোয়েন্দা সংস্থার কাছে মোটরসাইকেল আরোহী এক আত্মঘাতী হামলাকারীর হামলায় অন্তত তিন বেসামরিক লোক নিহত ও অপর ৬ জন আহত হয়েছে।
দেশটির কর্মকর্তারা এ কথা জানান।
কাবুল পুলিশের প্রধান কর্মকর্তা দাউদ বলেন, ‘এ ঘটনায় ৩ জন নিহত ও অপর ছয় জন আহত হয়েছে। হতাহতদের সবাই বেসামরিক নাগরিক।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন।
এবিএন/সাদিক/জসিম